love shayari bengali for girlfriend

0

love shayari bengali for girlfriend 

love shayari bengali for girlfriend

ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা, ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,
ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা!

----------------------------------------------------------------

মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,
বৃষ্টির বন্ধু শ্রাবণ,
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।

----------------------------------------------------------------

কিছু রাত স্বপ্নের,কিছু স্মৃতি কষ্টের,
s কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের, কিছু ভালোবাসা চিরদিনের।

----------------------------------------------------------------

ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,
মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।

----------------------------------------------------------------

বাবু তোমায় ভালোবাসি,
যতদূর আমার পক্ষে থেকে যায়,
তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,
দেখতে কি আমায়?

----------------------------------------------------------------

গুণীজন বলেন –
স্বপ্ন ঐটা নয় যেটা ঘুমানোর পর আসে,
বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।

----------------------------------------------------------------

আমি বলি –
প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে,
প্রিয়জন সেই যে তোমাকে কষ্ট পেতে দেয় না।

----------------------------------------------------------------

ভালোলাগে চোখে চোখ রাখতে,
s ভালো লাগে তোর সাথে পথ চলতে,
ভালো লাগে তোর সাথে স্বপ্নের জাল বুনতে,
আর এই মন চাই তোকে ভালোবাসতে।

----------------------------------------------------------------

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে। 

----------------------------------------------------------------

বিধি তো সব জানো, জানো মনের কথা,
আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।
যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।
যে আমায় ভালোবাসবে।

----------------------------------------------------------------

এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা,
এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে,
তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে। 

----------------------------------------------------------------

প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান,
তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,
লাভ ইউ জান।

----------------------------------------------------------------

ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা!

----------------------------------------------------------------

প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।
রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।
কষ্ট যতই হোক, সুখ তুমি।
তোমার সাথে যতই রাগ করি না
কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।

----------------------------------------------------------------

লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,
লোভে ইজ বেটার যদি দাও লেটার,
লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,
লাভ ইজ নট মিস যদি করো কিস!

Post a Comment

0Comments

plz do not enter any spam link in the comment box

plz do not enter any spam link in the comment box

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !